সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামের পাঙ্গাসী ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা ব্রিজের নিচে মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্বৃত্তরা মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ ব্রিজের নিচে ফেলে রেখে গেছে।
এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫