ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রতীকী মরদেহ নিয়ে খালেদার কার্যালয়ের সামনে অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
প্রতীকী মরদেহ নিয়ে খালেদার কার্যালয়ের সামনে অবস্থান ছবি : সাজেদা সুইটি, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতীকী মরদেহ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের সমর্থকরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।



এর আগে চলমান সহিংসতার প্রতিবাদে দুপুর সোয়া ১২টায় এম আবদুল লতিফের নেতৃত্বে প্রতীকী মরদেহবাহী লড়ি নিয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয় অভিমুখে যাত্রা করেন তার সমর্থকরা।
 
‘‌‌‌ফার্স্ট লাইফ, নেক্সট ডেমোক্রেসি‍’- স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রাটি শুরু হয়।

সংসদ সদস্য আবদুল লতিফ বলেন, আগে জীবন, পরে গণতন্ত্র। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে খেটে খাওয়া মানুষের যে ওপর নারকীয় হত্যাযজ্ঞ চলছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও হায়নাদের মতো আক্রমণ করে খালেদা জিয়া তামাশা দেখছেন।

তিনি বলেন, জনগণ চাইলে উনি (খালেদা জিয়া) ক্ষমতায় যাবেন। এ জন্য তাকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে হবে। গণতান্ত্রিক দলের নেত্রী হলে দেশ, গণতন্ত্র ও জনগণের সঙ্গে কথা বলুন।   কারণ আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে গণতন্ত্র চর্চা হয় না।

বিবেকের তাড়নায় ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিবাদী কর্মসূচি পালন করছেন জানিয়ে আবদুল লতিফ বলেন, গণতন্ত্রের নামে খালেদা জিয়া ও তার সমর্থক ‘নরপশু গোষ্ঠি’ সাধারণ মানুষকে মুত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা এর ধিক্কার জানাই।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।