ঢাকা: অবরোধ-হরতাল রাজনীতির পথ ধরে এলেও কার্যত সন্ত্রাসে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’র উদ্যোগে সহিংসতা-সন্ত্রাসের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
খলীকুজ্জামান বলেন, যেভাবে যাত্রীর গায়ে আগুন দেওয়া হচ্ছে, তাকে নাশকতা ছাড়া আর কিছুই বলা যায় না। এ নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী ভূমিকা রাখলেও উত্তরণে জনগণের ভূমিকা জরুরি।
আগে মধ্যম সারির নেতারা আন্দোলন করতেন। যাতে জনগণের আগ্রহ থাকতো। এখন ভাড়াটে এবং ক্যাডার দিয়ে আন্দোলন হচ্ছে। এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় বলেও মন্তব্য করেন খলীকুজ্জামান।
তিনি বলেন, টানা হরতাল-অবরোধের কারণে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছে না। যে কারণে শ্রমজীবী ও কৃষিজীবীরা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন।
সরকার কঠোর ভূমিকার কথা বললেও তাদের গৃহীত পদক্ষেপ আজ প্রশ্নের সম্মুখীন বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদ।
মতবিনিময় সভায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, অবিলম্বে একটি সংলাপ দরকার। তা বিএনপির সঙ্গে নয়, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তির সঙ্গে।
তিনি বলেন, জনগণের সমর্থনহীন একটি আন্দোলন যা অন্ধকারের সঙ্গে যুদ্ধের শামিল। এ যুদ্ধে সফল হতে হলে সরকারকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভায় অবিলম্বে সহিংসতা ও সন্ত্রাস বন্ধ, সহিংসতা ও পেট্রোল বোমায় নিহত ও আহত মানুষের স্বজনদের ক্ষতিপূরণ প্রদান, সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত কৃষক ও শ্রমজীবীদের ক্ষতিপূরণ প্রদান, মৌলবাদী ও জঙ্গিদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাসহ ৭ দফা দাবি উত্থাপন করা হয়।
দেশের চলমান সংকট নিরসনে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ গঠন করা হয়। এতে বিভিন্ন সামাজিক-সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। শনিবার এর কর্মপন্থা নির্ধারণে মতবিনিময় সভায় আয়োজন করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা রোকেয়া কবীর, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, প্রোগ্রাম অফিসার দিতি সাহা, জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫