গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ওই গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন সুজা জানান, সকালে পার্বতীপুর গ্রামে একটি কাঁঠাল গাছের সঙ্গে গলা ফাঁস দেওয়া এক যুবকের ঝুলন্ত লাশ দেখে স্থানীয় লোকজন তাকে অবগত করে। পরে তিনি থানায় খবর দেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তার পড়নে চেক লুঙ্গি এবং গায়ে লাল রংয়ের সোয়েটার ছিল।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫