ঢাকা: ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে বর্তমানে পেট্রোল বোমায় দগ্ধ ৬০ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে সাতজন বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন, যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
তারা হলেন, মরিয়ম, বাপ্পি, জাহিদ, রাকিব ও জাহাঙ্গীর।
পেট্রোল বোমায় দগ্ধদের অবস্থা জানাতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের তৃতীয় তলার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বার্ন ইউনিটের উপদেষ্টা ডা. সামন্ত লাল সেন।
ডা. সামন্ত লাল আরও জানান, এ পর্যন্ত ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ১৩৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে নয়জন মারা গেছেন ও ৬৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা ডা. ইকবাল আর্সেনাল।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব বলেন, সহিসংতায় দগ্ধদের চিকিৎসা এখন কেবল ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের ওপরই নির্ভরশীল নয়। ঢাকায় আরও কয়েকটি হাসপাতালে বার্ন ইউনিট খোলা হয়েছে। এছাড়া সারা দেশে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫