ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রোববার আসছে বাদশার মরদেহ

শহীদ মিনারে শ্রদ্ধা, বায়তুল মোকাররমে জানাযা

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
শহীদ মিনারে শ্রদ্ধা, বায়তুল মোকাররমে জানাযা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রোববার দেশে আসছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেসসচিব, মুক্তিযোদ্ধা আমিনুল হক বাদশার মরদেহ। লন্ডনে গত ১০ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন তিনি।

 

মরহুমের ছোটভাই কামরুল হক শামীম ‍বাংলানিউজকে জানান রোববার দুপুর ১২টা ‍নাগাদ আমিনুল হক বাদশাকে বহনকারী ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই মরদেহ দেশে আসছে বলে জানান তিনি।

বিমানবন্দর থেকে সরাসরি আমিনুল হক বাদশার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে নেওয়া হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর বাদ আসর নামাজে জানাযা হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গনে।

রাতে বারডেমের হিমঘরে রাখা হবে মরদেহ।

কামরুল হক শামীম বাংলানিউজকে আরও জানান, সোমবার সকাল ১০টা নাগাদ মরহুম আমিনুল হক বাদশার মরদেহ নেওয়া হবে তার দীর্ঘ সময়ের প্রিয় প্রাঙ্গন জাতীয় প্রেসক্লাব চত্তরে। সেখানে সাংবাদিকদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে। সেখান থেকেই সরাসরি নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ার কোর্টপাড়ায় বাদশার নিজ বাড়িতে। সেখানে আরেক দফা জানাযা শেষে দাফন করা হবে পারিবারিক গোরস্থানে মায়ের কবরের পাশে।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বাদ জুমা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মুক্তিযোদ্ধাদের একটি গ্রুপ জাতীয় পতাকায় মোড়ানো বাদশার প্রতি আনুষ্ঠানিক স্যালুট দেন এই মুক্তিযোদ্ধাকে। এই পর্বে নেতৃত্ব দেন তার ঘনিষ্ট সহকর্মী আরেক বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাউন্সিলার খলিল কাজী।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও প্রেসসচিব আমিনুল হক বাদশা ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা গ্রেটার লন্ডনের অরপিংটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এই অরপিংটন হাসপাতালেই দীর্ঘ চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বাংলাদেশ সময় ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।