সুনামগঞ্জ: সুনামগঞ্জে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার শুরু হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আব্দুল হালিম।
তিনদিনের এ মেলা উদ্বোধনের সময় অনেকের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট মানিক মাহমুদ ও সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫।