গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ১০ গ্রাম হেরোইনসহ মানিক মণ্ডল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।
মানিক একই উপজেলার উত্তর দৌলতদিয়া সাহাজদ্দিন বেপারিপাড়ার মো. আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দৌলতদিয়া যৌন পল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় ১০ গ্রাম হেরোইনসহ মানিককে আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাসির উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫