কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার চেয়ারম্যানপাড়ায় বাসের চাপায় মোহাম্মদ সায়মন (৮) নামে একটি শিশু নিহত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু খরুলিয়ার বেপারিপাড়ার ইব্রাহিম খলিলের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল কাদের পাটোয়ারি জানান, দুপুরে সায়মন মহাসড়ক পার হচ্ছিল। এসময় একটি মিনিবাস তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
ঘাতক মিনিবাসটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫