বগুড়া: বগুড়ার বুজরূক বাড়িয়া এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ বেলাল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলাল হোসেন ওই এলাকার ইউনুছ আলীর ছেলে।
এএসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম’র সার্বিক দিক নির্দেশনায় গোয়েন্দা (ডিবি) ও জেলা পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় তল্লাশি চালায়। এসময় বেলাল হোসেনকে নিজ বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আটক করা হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানায় অস্ত্রআইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এএসপি।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫