ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্বাসরোধে শিশুকন্যাকে হত্যা করলেন মা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
শ্বাসরোধে শিশুকন্যাকে হত্যা করলেন মা! ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুই বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার মা সাহিদা। শিশুটির নাম শারমিন।


 
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বাংলানিউজকে জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উদ্যানের দক্ষিণ-পূর্ব দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের অংশে পিডব্লিউডি মালিদের কোয়ার্টারের সামনে রাখা সেনেটারি রিংয়ের ভেতরে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মা পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, তিনিই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে আরও কেউ এর সঙ্গে জড়িত কিনা সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা সাহিদার পরিচিতজনদের বরাত দিয়ে বলেন, এই মহিলা চার দিন আগে বিয়ে করেছেন। আজও (শনিবার) তার আরেকটি বিয়ে করার কথা ছিলো। এছাড়া মাঝে মাঝে তার কাছে বিভিন্ন লোকজন আসতেন।
 
সাহিদার চারদিন আগে বিয়ে করা স্বামী সাইফুল ইসলাম বলেন, আমরা উদ্যান ও হাইকোর্ট এলাকার ফুটপাতে থাকি। গত বুধবার তার সঙ্গে মিরপুর শাহ আলী মাজারে পরিচয় হয়। এরপর মাজারকে সাক্ষী রেখে আমরা বিয়ে করি। কেন শিশুটিকে হত্যা করা হলো জানি না।
 
সাইফুল ইসলাম বিভিন্ন কমিউনিটি সেন্টারে লেবারের কাজ করেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।