ঢাকা: হরতাল-অবরোধে সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সারা দেশে পেট্রোলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করা হচ্ছে। যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের উপর অতর্কিত ককটেল হামলা করা হচ্ছে। সহিংস কার্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল করা হচ্ছে দেশকে।
বক্তারা আরও বলেন, তালেবানি কায়দায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা হচ্ছে। ষড়যন্ত্র চলছে স্বাধীন দেশকে পাকিস্তান বানানোর। সহিংস এমন কর্মসূচি জনসাধারণ প্রত্যাখ্যান করছে।
সাংবাদিক নেতা কাজী রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল, সাংবাদিক নেতা লায়েকুজ্জামান, ডিইউজের সভাপতি আলতাফ মাহামুদ, ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ শাফিক,সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, আসাদুজ্জামান, মোশারফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫