সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে চাউলের গোডাউন, মুদি দোকান, ফার্মেসিসহ ৪৬টি দোকান পুড়ে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুট্টলাল গাইন বাংলানিউজকে জানান, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মার্কেটে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে চাউলের গোডাউন, মুদি দোকান, ফার্মেসিসহ ৪৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ অগ্নিকাণ্ডে অন্তত ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫