চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে বাচ্চু শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাচ্চু শেখের বাড়ি একই উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অটোরিকশায় করে চাঁদপুর শহরে যাচ্ছিলেন বাচ্চু। পথে দোকানঘর এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা বাচ্চুকে উদ্ধার করে চাঁদপুর সরকারি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫