ময়মনসিংহ: নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে বিএনপির তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফজলুল হক, মঠবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভপাতি নেয়ামত আলী ও বিএনপি কর্মী হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময় ১৪৫৫ ঘন্টা ফেব্রুয়ারি ১৪, ২০১৫