ঢাকা: মুন্সীগঞ্জের শ্রীনগরে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি দিয়েছে পাটাভোগ ইউনিয়ন ফাউন্ডেশন।
শুক্রবার এ বৃত্তি দেওয়া হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সেখানে বিশেষ অতিথি ছিলেন- কথাসাহিত্যিক আখতার হোসেন।
পাটাভোগ ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল হকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সেলিম হোসেন খান, হোগলাগাঁও আবুল হাসেম স্কুল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান দুলাল ও প্রধান শিক্ষক মো. আহাদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে পাটাভোগ ইউনিয়নের অন্তর্গত আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে সবচেয়ে ভালো ফলাফল অর্জনকারী ১৫জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি এবং পিছিয়ে পড়া পরিবারের ২৭ জন ছাত্র-ছাত্রীকে বিশেষ ভাতা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫