ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিক হত্যার প্রতিবাদে বগুড়ায় লাঠি মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
শ্রমিক হত্যার প্রতিবাদে বগুড়ায় লাঠি মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: পেট্রোল বোমা মেরে গাড়ি পোড়ানোসহ শ্রমিক হত্যার প্রতিবাদে বগুড়ায় লাঠি মিছিল করেছে বগুড়া মোটর শ্রমিক ও ট্রাক শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে স্টেশন রোড শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে এ মিছিলটি বের করা হয়।

মিছিল শেষে তারা কার্যালয়ের সামনে সমাবেশ মিলিত হন।

বগুড়া আন্ত:জেলা ট্রাক শ্রমিক পরিবহনের সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে মিছিলটি গোটা বগুড়া শহর প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও বগুড়া জেলার সভাপতি আব্দুল লতিফ মন্ডল, বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল, বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক শামছুদ্দিন শেখ হেলাল, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, বিআরটিসি বগুড়া অঞ্চলের পরিচালক যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতাসহ আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা।

মিছিল শেষে সমাবেশ নেতারা সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার ঘোষণা দেন। একই সঙ্গে দেশ বিরোধী এসব ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।