ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জানিয়ে দাও সিঙ্গেল, দেখিয়ে দাও সিঙ্গেল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
জানিয়ে দাও সিঙ্গেল, দেখিয়ে দাও সিঙ্গেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: জানিয়ে দাও সিঙ্গেল, দেখিয়ে দাও সিঙ্গেল। কেউ পাবে তো, কেউ পাবে না, তা হবে না, তা হবে না।

প্রেমের নামে প্রহসন, মানি না, মানবো না। সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে।  
 
বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে প্রেম বঞ্চিত শিক্ষার্থীরা। আর সেই মিছিল মুখরিত ছিল এসব স্লোগানে।
 
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘ’র ব্যানারে শনিবার দুপুরে ক্যাম্পাসের টুকিটাকি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টুকিটাকি চত্বরে সমাবেশে মিলিত হয়।   
 
সমাবেশে প্রেম বঞ্চিতরা বলেন, কিছু কিছু ছেলেরা এক সঙ্গে ৩/৪টি প্রেম করছে। এজন্য প্রেমের বাজারে প্রেমিকা সঙ্কট দেখা দিয়েছে। এজন্য আমরা প্রেম থেকে বঞ্চিত হচ্ছি।
 
এতে তারা ব্যতিত ও মর্মাহত দাবি করে বলেন, আমরা ক্যাম্পাসে প্রেমহীন হয়ে এতিমের মতো ঘুরছি। কেন আমাদের প্রেম হচ্ছে না? কারণ আমাদের বাবাদের বেশি বেশি টাকা নেই, আমাদের নেই মোটরবাইক। তারা বলেন, প্রেম হচ্ছে মৌল-মানবিক চাহিদা। এখানে সবার সমান অধিকার থাকা উচিত।
 
প্রেম বঞ্চিত রাশেদ রিন্টু বলেন, প্রেমের জন্য কম চেষ্টা করিনি। তবুও প্রেম হচ্ছে না। কারণ এখন প্রায় সব মেয়েরাই প্রেম করে। ফলে যে মেয়েকেই প্রস্তাব দিয়েছি, সেই বলেছে,‘ সরি, ভাইয়া, সিট খালি নেই। ’ বেশ কয়েকটা প্রস্তাব দিয়ে এখন হাল ছেড়ে দিয়েছেন বলেও জানান তিনি।   
 
প্রেম বঞ্চিত হওয়ার প্রতিবাদে বিশ্ব ভালোবাসা দিবসে এমন অভিনব কর্মসূচি পালন করছেন বলে জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

** ভালবাসার নামে অশ্লীলতা বন্ধে তরুণদের মিছিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।