জয়পুরহাট: জয়পুরহাট ও দিনাজপুরে অভিযান চালিয়ে ১৪ লাখ ৯০ হাজার ৪০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে জয়পুরহাট র্যাব-৩।
শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত এগুলো জব্দ দেওয়া হয়।
শনিবার সকাল ১১টার দিকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নে দায়িত্বরত সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জয়পুরহাটে আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, হরলিক্স, ইমিটেশন সামগ্রী ও বাইসাইকেলের যন্ত্রাংশ যার মূল্য ৩ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা।
অপরদিকে, দিনাজপুর জেলায় আটক পণ্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, জিরা, আঙ্গুর, শাড়ি ও কিচমিচ, যার মূল্য ১১ লাখ ১৪ হাজার ৭৪০ টাকা।
জয়পুরহাট-৩ বিজিবে ব্যাটালিয়নে দায়িত্বরত সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা বাংলানিউজকে জানান, জয়পুরহাট এবং দিনাজপুর জেলায় আটক মাদকদ্রব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হবে এবং অন্যান্য মালামাল ইতোমধ্যেই হিলি শুল্ক গুদামে জমা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫