বগুড়া: মজিদ খানের শিক্ষানীতি বাতিল ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বগুড়ায় মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখা।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কেন্দ্রস্থল সাতমাথা থেকে মিছিলের মাধ্যমে তারা কর্মসূচির শুরু করেন।
সংগঠনের জেলা সভাপতি কিবরিয়া হোসেনের সভাপতিত্বে ছাত্রফ্রন্ট নেতা দিলরুবা নুরী, শ্যামল বর্মন, রাধারানী বর্মন, মাসুকুর রহমান, ওসমান গণি মুন, ধনঞ্জয় বর্মন, আল আমিন প্রধান তারেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি সৈরাচার এরশাদ সরকারের অনুগত মজিদ খানের শিক্ষানীতি বাতিল করতে আন্দোলন গড়ে ওঠে। সেদিন সে আন্দোলনে প্রাণ দেন জয়নাল, জাফর, দীপালী সাহা, কাঞ্চন, মোজাম্মেল হোসেন ও আইয়ুবসহ আরও অনেকে।
কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পরও ছাত্রসমাজের সেই কাঙ্ক্ষিত সার্বজনীন বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি বাস্তবায়ন হয়নি।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫