ঢাকা: শুধুমাত্র রাজনীতি নয়, আর্থ-সামাজিক ক্ষেত্রেও নারী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে বলে আহ্বান করেছেন সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘দ্বিতীয় ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেস অ্যান্ড অ্যাওয়ার্ড-২০১৫’ (ডব্লিউডব্লিউএলসিএ) অনুষ্ঠানে তিনি এ আহ্বান করেন।
জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতাগুলোও দূর করতে হবে। এজন্য সব শ্রেণীপেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, যে সব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করে উন্নয়নের মূলধারায় নারীকে সম্পৃক্ত করতে হবে। জেন্ডার সমতা তৈরি করে সমাজের সব ক্ষেত্রে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সব বেসরকারি ও কর্পোরেট সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে।
‘কানেক্টিং মাইন্ডস, ক্রিয়েটিং দ্য ফিউচার’ শীর্ষক সেশনে তিনি বলেন, বিশ্বব্যাপী নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় যে সব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবিলা করে আগামী দিনে নারীদের এগিয়ে নিতে নারী সমাজসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, ডব্লিউডব্লিউএলসিএ সমাজের প্রতিষ্ঠিত নারীদের জন্য একটি অনন্য ফোরাম। সব ক্ষেত্রে নারীদের সমান সুযোগ সৃষ্টির মাধ্যমে সচেতনতা ও পারস্পরিক যোগাযোগ বাড়াতে এ ফোরাম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ফোরামে সবার মাঝে সৌহার্দ্য ও সম্পর্ক তৈরির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য একসঙ্গে কাজ করা সম্ভব।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫