ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতা ও হত্যার প্রতিবাদে বগুড়ায় সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সহিংসতা ও হত্যার প্রতিবাদে বগুড়ায় সাংবাদিকদের মানববন্ধন

বগুড়া: দেশব্যাপী হরতাল-অবরোধের নামে ভাংচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিসহ বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছে বগুড়া সাংবাদিক ইউনিয়ন(বিইউজে)।

শনিবার(১৪ ফেব্রুয়ারি) দুপুরে "সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সাংবাদিক সমাজ" স্লোগানকে সামনে রেখে বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, যারা পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করে, গণতান্ত্রিক আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। দ্রুত দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত থাকা এসব সন্ত্রাসী ও তাদের সংবাদকর্মী পরিচয়ধারী সহযোগীদের আটক করে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা।

সংগঠনের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ রেহমানের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।   

মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সহসভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, জিয়া শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম সজল, আব্দুস সালাম বাবু, সাংবাদিক নেতা কমলেশ মোহন্ত শানু, জেএম রউফ, তানসেন আলম, আমজাদ হোসেন মিন্টু, নাজমুল হুদা নাসিম, মাছুদুর রহমান রানা, মিলন রহমান, শাহীনুর রহমান বিমু, এইচ আলীম, নাছিমা সুলতানা ছুট্টু, আব্দুর রহমান টুলুসহ ‍আরও অনেকে।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।