ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সরকার পরিবর্তন করবেন? ইম্পসিবল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সরকার পরিবর্তন করবেন? ইম্পসিবল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: ২০ দলীয় জোটকে উদ্দেশ্য করে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল এমপি বলেছেন, সরকার পরিবর্তন করবেন? ইম্পসিবল, অসম্ভব। মানুষ হত্যা করে সম্ভব নয়।

সব কিছু করতে হয় গণতান্ত্রিক উপায়ে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী এসময় আরো বলেন, কিসের সংলাপ? জামায়াত-শিবিরের সঙ্গে সংলাপ করবো?  আমরা সহিংসতা নয়, দেশের উন্নয়ন করতে চাই। সংলাপ নয়, দেশের উন্নয়নই বড় কথা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।