ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াই মণ (১০৪ কেজি) গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ফেরিঘাট এলাকার পরিত্যক্ত পুনর্বাসন কেন্দ্রের একটি ছাপড়া ঘরের ভেতর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর আরিফুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত পুনর্বাসন কেন্দ্রটিতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় পুনর্বাসন কেন্দ্রের একটি ছাপড়া ঘরে ২০টি বস্তায় মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় পাঁচ লাখ ২০ হাজার টাকা বলে জানান ক্যাম্প অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫