ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে আড়াই মণ গাঁজা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
আশুগঞ্জে আড়াই মণ গাঁজা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রা‏‏‏হ্মণবাড়িয়া: ব্রা‏‏‏হ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াই মণ (১০৪ কেজি) গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ফেরিঘাট এলাকার পরিত্যক্ত পুনর্বাসন কেন্দ্রের একটি ছাপড়া ঘরের ভেতর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


 
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর আরিফুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত পুনর্বাসন কেন্দ্রটিতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় পুনর্বাসন কেন্দ্রের একটি ছাপড়া ঘরে ২০টি বস্তায় মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।  
 
উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় পাঁচ লাখ ২০ হাজার টাকা বলে জানান ক্যাম্প অধিনায়ক।
 
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।