ঢাকা: আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অবরোধ-হরতালে সহিংসতা কমে এসেছে বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে সহিংসতা কমে এসেছে এবং তা আরো কমে আসবে।
শনিবার বিকেল চারটায় রাজধানীর পুলিশ সদর দফতরে চলমান অবরোধ ও হরতালে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করায় ২৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করার সময় তিনি এ সব কথা বলেন।
আইজিপি শহীদুল হক বলেন, চলমান অবরোধ ও হরতালের সহিংসতায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করার জন্য ২৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হলো।
এদের দেখাদেখি অন্য পুলিশ সদস্যরাও জীবনের ঝুঁকি নিয়ে আরো বেশি দায়িত্ব পালন করতে উৎসাহিত হবেন।
তিনি বলেন, পুরস্কারস্বরূপ ২৫ জনকে পুলিশ সদস্যকে সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খাবার সরবরাহে পুলিশ বাধা দিচ্ছে, এ বিষয়ে তার প্রতিক্রিয়া কী জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে খাবার দাবার যাচ্ছে। তিনি খাচ্ছেন এবং সুস্থও আছেন।
শনিবার পুরস্কারপ্রাপ্ত ২৫ জন পুলিশ সদস্যের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা রয়েছেন।
অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হক জানান, ২০১৩ সালে বিএনপি-জামায়াত আহুত হরতাল-অবরোধে দায়িত্ব পালন করতে গিয়ে সহিংসতায় মোট ১৮ জন পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন।
আর এ বছর অবরোধ ও হরতালের সহিংসতায় ৫৫ জন সাধারণ মানুষ ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজিপি) মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫