বরিশাল:“ হে লালন তোমার মনের লৌহ কপাটটি খোলো, আমার ভালোবাসাহীন হৃদয় তোমার ভালোবাসায় পূর্ণ হতে চায়” এই স্লোগান নিয়ে ভালবাসার নামে অশ্লীলতা বন্ধ ও প্রকৃত ভালাবাসা পাওয়ার দাবিতে বরিশালে মিছিল করেছে তরুণরা।
শনিবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে প্রেমবঞ্চিত যুবকদের আয়োজন এ মিছিল বের করা হয়।
”ভালোবাসা চাই, ভালোবাসা চাই, ভালোবাসা চাই“ এই স্লোগান নিয়ে মিছিলটি নগরীর ক্যাম্পাস চত্বর হয়ে বটতাল, বগুরারোডসহ সদররোডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বিশ্ব ভালবাসা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত যুবকরা বলেন, সবার জীবনে প্রকৃত ভালাবাসা আসুক। প্রেমের নামে অশ্লীলতা ও ধোকাবাজি বন্ধের দাবি জানান তারা।
মিছিলে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের জহিরুল ইসলাম, সাখাওয়াত অনিক, নাইম উদ্দিন, আতিকুল আবেদিন অনিক ও শফিক মুন্সীসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫