ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভ্যালেন্টাইন কাটলো আকাশে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ভ্যালেন্টাইন কাটলো আকাশে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এখনইডটকম থেকে ৯৩০ টাকার পণ্য কিনেছিলেন মো: ফয়সাল। এরপর এখনইডটকম থেকে তাকে বলা হলো ভ্যালেন্টাইন দিবসের একটি অনুষ্ঠানে তারা অংশ নিতে পারবেন।

নাম, ঠিকানা, ইনভয়েস নাম্বার নেওয়া হলো ফয়সালের। ১৩ ফেব্রুয়ারি রাতে এখনইডটকম থেকে আবার ফয়সালের সঙ্গে যোগাযোগ করা হলো।

১৪ ফেব্রয়ারি দুপুরের পরপর খিলগাঁও তিলপাপাড়ার বাসা থেকে ফয়সাল বের হলেন। খিলগাঁওয়ের রিয়াজবাগ থেকে বের হলো আম্বিয়া। দুজনে একত্রিত হয়ে একটি সিএনজি অটোরিক্সা নিয়ে বের হলেন ধানমন্ডির আবাহনী মাঠের উদ্দেশে। এরপর যা হলো তা তার কাছে অবিশ্বাস্য।

ভ্যালেন্টাইন ডে’তে বিজয়ী যুগলের সেরা পুরস্কার পেল ফয়সাল ও আম্বিয়া। হেলিকপ্টারে আকাশে উড়লো তারা। ঢাকা শহরের ওপর দিয়ে তাদের নিয়ে হেলিকপ্টারটি চক্করও দিলো বেশ কয়েকবার। হেলিকপ্টারে পাইলট তার বাসা কোথায় জানতে চাইলো। এবার হেলিকপ্টার ছুটে চড়লো খিলগাঁওয়ের দিকে। জাতীয় সংসদ ভবন, হাতিরঝিল, ধানমন্ডির লেকের ওপর দিয়ে উড়লো ফয়সাল ও আম্বিয়া।

হেলিকপ্টারে চড়ার পর প্রতিক্রিয়ায় আম্বিয়া বললেন, কল্পনাও করিনি এখানে এসে সেরা পুরস্কার পেয়ে হেলিকপ্টারে চড়বো। আমি কখনো এতে চড়িনি। আজ সেই স্বপ্ন পূরণ হলো। ফয়সাল বললেন, ৫০০ টাকার পণ্য কিনলেই এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ মেলে। কিন্তু আমিও চিন্তা করিনি এতে অংশ নিবো আর সেরা পুরস্কার পাবো।

‘লাভ ইজ ইন দ্য ইয়ার’ ক্যাম্পেইনের অংশ হিসেবে তারা হেলিকপ্টারে চড়ে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে দেশের শীর্ষ ই-কমার্স পোর্টাল এখনইডটকম মাস্টারকার্ড এর সহযোগিতায় এই বিশেষ ক্যাম্পেইনটির আয়োজন করা হয়।

প্রচারণার শুরু থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অংশগ্রহণকারীরা এখনইডটকম থেকে পণ্য কেনার মধ্য দিয়ে তাদের ভালোবাসার মানুষের জন্যে ভিডিও, এসএমএস বা ইমেইলের মাধ্যমে ম্যাসেজ শেয়ার করেছেন। একটি বিচারক প্যানেল সবচেয়ে রোমান্টিক ম্যাসেজগুলো নির্বাচন করেছেন।
এই প্যানেলের অন্যতম সদস্য হিসেবে ছিলেন তারকা দম্পতি মোস্তফা সারওয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা, এখনইডটকমের সিইও শামীম আহসান, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং এখনইডটকমের ডিরেক্টর-স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং কামরুন আহমেদ।

বিজয়ী ম্যাসেজ প্রেরক পুরস্কার হিসেবে তার প্রিয়তমাকে নিয়ে ঢাকার স্কাইলাইনে হেলিকপ্টারে ঘুরে বেড়াবার অভূতপূর্ব সুযোগ পেয়েছেন। ‘লাভ ইজ ইন দ্য এয়ার’ শিরোনামের এই কার্যক্রম অনুষ্ঠিত হয় আবাহনী মাঠে।

এখনইডটকমের সিইও শামীম আহসান এ বিষয়ে উপস্থিত সকলের সঙ্গে তার ভাবনা বিনিময় করে বলেন, ‘আমাদের গ্রাহকদের এই অসামান্য উপহারটি দিতে পেরে আমরা দারুনভাবে আনন্দিত। একইসঙ্গে এ’কাজে পরপর দ্বিতীয়বারের মতো মাস্টারকার্ডের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অংশ নিতে পেরেও আমরা গর্বিত। এই কার্যক্রমে আমাদের সাইটের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রিয়জনের জন্য অনন্য সাধারণ উপহার দেয়ার পাশাপাশি খুবই নিরাপদ অনলাইন শপিং অভিজ্ঞতাও অর্জন করতে পেরেছেন। ’

মোহাম্মদ আমিনুল দ্বিতীয় পুরস্কার এবং তানভীর ফয়সাল তৃতীয় পুরস্কার পেয়েছেন। অন্যান্য পুরস্কারের মধ্যে ছিল ওয়েস্টিন হোটেলে ক্যান্ডেল লাইট কাপল ডিনার, কক্সবাজারের প্রাসাদ প্যারাডাইসে ২রাত ও ৩দিন থাকার সুযোগ, ইউনিলিভারের পক্ষ থেকে বিশেষ গিফট হ্যাম্পার এবং এলিমেন্ট ফাইভ এর পক্ষ থেকে বিশেষ গিফট ভাউচার।

কো-পার্টনার এবং মিডিয়া পার্টনার এর প্রতিনিধিসহ বিজয়ীরা পরিবারের সঙ্গে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এখনই.কম এর সাথে এই আয়োজনের প্রধান সহযোগী মাস্টারকার্ড। মিডিয়া পার্টনার হিসেবে ছিল একাত্তর টিভি এবং কো-পার্টনারদের মধ্যে ছিল দ্য ওয়েস্টিন ঢাকা, প্রাসাদ প্যারাডাইস এবং এলিমেন্ট ফাইভ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।