ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরের মেয়র মান্নান যেকোনো সময় রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
গাজীপুরের মেয়র মান্নান যেকোনো সময় রিমান্ডে ছবি: সংগৃহীত

গাজীপুর: বাসে পেট্রোল বোমা হামলা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর থেকে কাশিমপুরে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন গাজীপুরের মেয়র এম এ মান্নান। যেকোনো সময় তাকে পুলিশ রিমান্ডে আনা হতে পারে।



শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, মেয়রকে ডিভিশন দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ডিভিশন সেলে রয়েছেন। তিনি ভালো আছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মেয়রের স্ত্রী সেলিনা মান্নান, তার ভাই ও এক ভাগনা মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা তাকে খাবার ও শীতের কাপড় দিয়েছেন।

মেয়রের মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বাংলানিউজকে জানান, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আসামি মান্নানকে আদালতের দেওয়া দুই দিনের রিমান্ডে এনে জিঞ্জাসাবাদ করা হবে।

গত ১১ ফেব্রুয়ারি বুধবার ঢাকার বাসা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। পরদিন বৃহস্পতিবার তাকে বাসে পেট্রোল বোমা হামলা মামলায় ১০ (দশ) দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আদালত থেকে মেয়রকে সরাসরি কাশিমপুরে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

এদিকে মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে গাজীপুরে শনিবার ও রোববার (১৫ ফেব্রুয়ারি) ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে ছাত্রদল। বর্তমানে ওই হরতাল চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।