রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ললিতনগরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ কমিটি গঠন করা হয় বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) খায়রুল আলম।
তিনি জানান, একসপ্তাহ অর্থাৎ আগামী শনিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিসিও) শফিকুর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ মনিরুল ইসলাম ফিরোজী, বিভাগীয় প্রকৌশলী (লোকো) মোহাম্মদ কামরুজ্জামান ও বিভাগীয় প্রকৌশলী (সংকেত) মিজানুর রহমান।
এর আগে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় উপজেলার ঘিয়াপুকুর এলাকায় একটি যাত্রীবাহী লোকাল ট্রেন লাইনচ্যুত হয়।
এ ঘটনায় শনিবার দুপুর সাড়ে ১২টার পর এই রুটে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫