চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে নাফিজা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাকিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নাফিজা স্থানীয় বাকিলা বাজারের কাঁচামাল ব্যবসায়ী বাকিলা গ্রামের সর্দার বাড়ির সফিকুল ইসলাম খোকার মেয়ে।
নাফিজার বাবা খোকা বাংলানিউজকে জানান, দুপুরে নাফিজা সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বিকেল ৪টার দিকে পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে উঠে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫