ঠাকুরগাঁও: শান্তি সম্প্রীতি ও সমঝোতার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শনিবার দুপুর ১২টায় শহরের সমবায় মার্কেট চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন- সুজন ঠাকুরগাঁও জেলার সভাপতি প্রফেসর মনতোষ কুমার দেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাবুদ্দিন খান লার্জ, সাংবাদিক আব্দুল লতিফ, সহÑসাধারণ সম্পাদক তারেক, জিয়াউর রহমান বকুল, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন, আ. মতিন, মাসুদ আহম্মেদ সর্বন, অমল কুমার টিক্কু ও মাসুম প্রমুখ।
বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। অবিলম্বে সমঝোতার পথে এসে এ সংকট উত্তোলনের তাগিদ দেন তারা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতারা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫