ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
‘দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, ২০১৩ সালের মতো বিএনপি-জামায়াত আবারও একই কায়দায় মানুষ হত্যার খেলা শুরু করেছে।

তারা মানুষ পুড়িয়ে হত্যা করছে। এ ধরনের কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এতে জনগণের কষ্ট হচ্ছে, ছেলে-মেয়েদের লেখাপড়া নষ্ট হচ্ছে। এগুলো মেনে নেওয়া যায় না।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় শীতলক্ষ্যা সেতু এবং ঢাকা-সিলেট মহাসড়কে ভূলতা ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ভূলতা ফ্লাইওভার এক দশমিক দুই তিন কিলোমিটার দীর্ঘ। এটি সরকারের নিজস্ব অর্থায়নেই হচ্ছে।

বাংলাদেশ সরকারের পাশাপাশি তৃতীয় শীতলক্ষ্যা সেতুর অর্থায়ন করছে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট। এটি এক দশমিক দুই নয় কিলোমিটার দীর্ঘ।

বিএনপি নেতৃত্বাধীন জোট কর্মসূচির নামে ‘জঘন্য কর্মকাণ্ড’ করছে মন্তব্য করে শিগগির তারা এসব কর্মকাণ্ড বন্ধ করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সহিংস কর্মকাণ্ডে জড়িতদের কঠোরভাবে দমন করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। কারো ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের মানুষকে পুড়িয়ে মারবে, এটা কোনোভাবেই কাম্য নয়।

সহিংসতাকারীদের দমনে দেশবাসীর সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর সহযোগিতা একান্তভাবে দরকার।

শীতলক্ষ্যা সেতুর অর্থায়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় শীতলক্ষ্যা সেতু এবং ভূলতা ফ্লাইওভারের নির্মাণ কাজ আশা করি দ্রুতই শুরু হবে।

সেতু নির্মাণের ফলে নারায়ণগঞ্জ কর্মচঞ্চলতা ফিরে পাবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

গণভবনে আরো বক্তব্য রাখেন ঢাকায় সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স খালেদ সুলতান আল হুতাইবি।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সংসদ সদস্য শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী ও নজরুল ইসলাম বাবু।

** স্বপ্নের শীতলক্ষ্যা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
** ‘ব্যক্তি স্বার্থে মানুষ পুড়িয়ে হত্যা করছে বিএনপি-জামায়াত’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।