বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলা থেকে শাহিদুল ইসলাম শাহান (২৭) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় দাগ রয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উপজেলার মহিষাবান ইউনিয়নের দেবোত্তর পাড়ার (বরকী ভিটা) বাশবাগানের নিচে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহিদুল ইসলাম শাহান উত্তরপাড়ার আব্দুস সাত্তার আকন্দের ছেলে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন মরদেহ উদ্ধারের কথা স্বীকার করে বাংলানিউজকে জানান, এটি হত্যা নয়, আত্মহত্যা। প্রেমঘটিত বিষয়ে এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে গাবতলী থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৫