ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যুদ্ধাপরাধী ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে সরকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
যুদ্ধাপরাধী ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে সরকার

ঢাকা: বর্তমান সরকার যুদ্ধাপরাধের বিচার ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। এ মুহূর্তে ধর্মীয় উগ্রবাদ, যুদ্ধাপরাধী ও স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে সরকার।

 

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ‘ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট’র (এনডিআই) প্রেসিডেন্ট কেনেথ ওলাকের সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তার ওয়াশিংটনের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও এনডিআই প্রধান কেনেথ ওলাক গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, উগ্রবাদ ও সন্ত্রাস দমন বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশের প্রতিবেশী দেশ, যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধুপ্রতিম রাষ্ট্রকে নিয়ে সন্ত্রাস দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  

এনডিআই প্রধান কেনেথ ওলাক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট সমাধানের উপায় খুঁজে বের করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের মানুষ শুরু থেকেই ধর্মনিরপেক্ষ ও ঐতিহ্যগতভাবে সব ধর্মের মানুষ বাংলাদেশে শান্তি-সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে।

জিয়াউদ্দিন ও ওলাককে  ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা ও এর প্রাসঙ্গিক প্রেক্ষাপট তুলে ধরেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার বাংলাদেশের মানুষের জীবনযাত্রার গুণগত মানোন্নয়নে বদ্ধপরিকর।

এনডিআই প্রধান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে পর্যায়ক্রমে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ও দেশের জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে।

তিনি বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে এনডিআই’র পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
 
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন এনডিআই প্রধানকে জনগণের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম ও ১৯৭৫ পরবর্তী সামরিক শাসকদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, সামরিক শাসকরা সুচিন্তিতভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের সুরক্ষা ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলোকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করেছে।

এসময় এনডিআইএর সিনিয়র অ্যাসোসিয়েট ও এশিয়া বিভাগের পরিচালক পিটার এম মানিকাস ও দূতাবাসের মিশন কাউন্সিলর (রাজনৈতিক) নাঈম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।