পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় সানজিদ শাহ কালু (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাগুরমারী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
সানজিদ মাগুরমারি মদিনাতুল উলুম হাফেজিয়া মাদরাসার হাফেজিয়া শাখার একজন শিক্ষার্থী। তার বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারী গ্রামে। সে ওই গ্রামের খাদেমুল ইসলামের ছেলে।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সানজিদ মহাসড়ক পার হওয়ার সময় পঞ্চগড় থেকে আসা একটি ট্রাক সানজিদকে ধাক্কা দেয়।
এ সময় স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শাহজাদা মিয়া তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫