ঢাকা: বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা ১৪তম দিন পার করলো। চলমান রাজনৈতিক অস্থিরতায় হরতাল-অবরোধ উপেক্ষা করে প্রিয় লেখকের বই সংগ্রহ করতে নবীন-প্রবীণরা ছুটে আসছেন বইমেলায়।
বইমেলার পাশাপাশি প্রিয় লেখকের বই সংগ্রহ করতে অনেকে ছুটে যাচ্ছেন শাহবাগের ফুটপাথে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) শাহবাগ এলাকায় গিয়ে এমনি চিত্রের দেখা মেলে।
এসময় কথা হয় মিরপুর-১ থেকে বড় ভাইয়ের সঙ্গে বই মেলায় আসা অষ্টম শ্রেণীর ছাত্র সুব্রতর সঙ্গে।
সুব্রত বাংলানিউজকে বলেন, ছোটবেলা থেকে প্রতিবছর বাবা আমাদের বই মেলায় নিয়ে আসতেন। এবার বড় দাদার সঙ্গে এসেছি। মেলা ঘুরে ঘুরে দেখেছি।
বই কিনেছেন কিনা জানতে চাইলে হাস্যোজ্জ্বল মুখে বলেন, দেশের এমন পরিস্থিতে মেলায় এসেছি প্রিয় লেখকের বই কিনবো না, এটা কি হয়! অনেকগুলো বই কিনেছি। তবে দাদা ফুটপাথ থেকে অনেকগুলো ভালো বই কিনেছেন। বাবাও দাদার মতো শাহবাগ এলাকার ফুটপাথ থেকে বই কিনে থাকেন।
মানিকগঞ্জ থেকে বইমেলায় এসেছেন সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী জেরিন ও রুবিনা।
জেরিন বলেন, বাবা-মায়ের সঙ্গে অনেকবার বইমেলায় এসেছি। এই প্রথম কলেজ থেকে বান্ধবীর সঙ্গে এসেছি।
মেলায় ঘুরতে অনেক ভাল লেগেছে। ফুটপাথেও যে অনেক ভালো বই কম মূল্যে পাওয়া যায়, সেটা জানা ছিল না। বেশ কিছু প্রয়োজনীয় বই ফুটপাথ থেকে কিনেছি, জানান জেরিন।
শ্যামলী থেকে মেলায় এসেছেন নার্গিস সুলতানা (৪০)। তিনি বলেন, স্কুলজীবন থেকে বাবার সঙ্গে বইমেলায় আসা শুরু করেছি। কলেজ জীবন থেকে বন্ধু-বান্ধব মিলে চলে আসি।
তিনি আরও বলেন, মেলার পাশাপাশি ফুটপাথের বইও কিনে থাকি। সব বইতো আর নতুন কেনা সম্ভব হয় না। অনেক ভালো লেখকের বই ফুটপাথ থেকে পাওয়া যায়।
শাহবাগ এলাকার ফুটপাথের বই বিক্রেতা সোহাগ বলেন, শাহবাগ এলাকায় সারা বছর পুরোনো ও নতুন বই বিক্রি হয়। তবে মেলার সময় অনেক বই বিক্রি হয়। এ এলাকায় দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত বই বেচাকেনা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫