ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীর দুটি ইউনিয়ন বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
নীলফামারীর দুটি ইউনিয়ন বাল্যবিয়ে মুক্ত ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: বাল্যবিয়ে, যৌতুক ও মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে নীলফামারীর লক্ষ্মীচাপ ও পলাশবাড়ি ইউনিয়নকে।

সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে, যৌতুক ও মাদক মুক্ত ঘোষণা দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।



লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. সাবেত আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নীলফামারী ইউনিট প্রধান হৃষিকেশ সরকার, ইউএসএস নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী এবং লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, অপ্রাপ্তদের বিয়ে হলে শুধু মেয়ে বা ছেলে নয়, সমস্যার সম্মুখিন হন পরিবারের সবাই। বাল্যবিয়ে’তে তাদের ভবিষ্যত ধ্বংস হয়। আমরা চাই পরিবর্তনশীল সমাজ, আজকের শিশুরা আগামী দিনের কাণ্ডারি। শিশুকালে যেন তাদের স্বপ্ন নষ্ট না হয়।

মন্ত্রী বলেন, বাল্যবিয়ে রোধে আইন রয়েছে সবাইকে তা মানতে হবে। আমরা চাই আজকে নীলফামারীতে যে অগ্রযাত্রা শুরু হলো সেটি যেন দেশের মধ্যে মডেল হয়ে থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. সাবেত আলী বাংলানিউজকে জানান, এক বছরে নীলফামারী সদরে শতাধিক বাল্যবিয়ে বন্ধ, বাল্যবিয়ে পড়ানোয় কাজীর জরিমানা, বিয়ের আয়োজন করায় ১৫ জনকে জরিমানা এবং ৭ জন অভিভাবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।