ফেনী: ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি শুধুমাত্র প্রেমিক-প্রেমিকাদের জন্য নয়।
স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুলের আয়োজনে শনিবার সকাল ১০টার দিকে ফেনী শহীদ মিনারে অবস্থানের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর ফেনী সরকারি কলেজের সামনে থেকে একটি র্যালি বের করে সংগঠনটি।
র্যালিটি শহরের কলেজ রোড়, ট্রাংক রোড় ও এসএসকে সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তায় চলাচলরত সমাজের সব স্তরের মানুষকে লাল গোলাপ উপহার দেওয়া দেয় মাস্তুলের সদস্যরা।
দুপুরে শহরের বিনোদন স্পট বিজয় সিংহ দিঘী এলাকায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ভালবাসার অনুভূতি সংগ্রহ করে সংগঠনটির সদস্যরা।
মাস্তুলের সদস্যরা জানান, সহিংসতা নয় সবার জন্য প্রয়োজন ভালোবাসার। যে মানুষটি সারাদিন রোদে পুড়ে সড়ককে যানজট মুক্ত রাখেন, সে ট্রাফিক পুলিশের জন্যও ভালোবাসা, যে শিশুটি দারিদ্রের কারণে দু’বেলা দু’মুঠো খেতে পারেনা তাদের জন্যও দিবসটিতে আমাদের ভালোবাসা।
ভালোবাসাকে সমাজের প্রত্যেক স্তরে ছড়িয়ে দিতে এ আয়োজন বলে জানান মাস্তুলের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
** জানিয়ে দাও সিঙ্গেল, দেখিয়ে দাও সিঙ্গেল