ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৫শ গ্রাম স্বর্ণসহ ২ জনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর উদ্ধার করা হলে সন্ধ্যায় কাস্টমস কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান।
আটককৃতরা হলেন- পাকিস্তানি নাগরিক আব্দুল হাকিম ও বাংলাদেশে পাকিস্তান এয়ারলাইন্সের গাড়ি চালক আলমগীর হোসেন।
কস্টমসের যুগ্ম কমিশনার জিয়া উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
কাস্টমস কর্মকর্তারা জানান, আব্দুল হাকিম কৌশলে স্বর্ণ নিয়ে এসে বাথরুমে এসে পাকিস্তান এয়াররাইন্সের গাড়ি চালক আলমগীর হোসেনের কাছে হস্তান্তর করার সময় তাদের দু’জনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫