হিলি (দিনাজপুর): বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় হিলি সীমান্তে হারুনুর রশীদ (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিলি সীমান্তের মুহাড়াপাড়া থেকে তাকে আটক করা হয়।
হারুনুর রশীদ হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সীমান্তের ২৮৬ মেইন পিলারের পাশে মুহাড়াপাড়া দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবি সদস্যরা হারুনুর রশীদকে আটক করে।
পরে, তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫