লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে সাথী আক্তার(২১)নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার মির্জারকোট এলাকায় ধরলা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
পাটগ্রাম উপজেলার স্টেশনপাড়ার এলাকার মালয়েশিয়া প্রবাসী মেরাজুল ইসলাম রিপন ঢালীর স্ত্রী ও রংপুর শহরের স্টেশনপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।
পাটগ্রাম থানার পরিদর্শক(ওসি-তদন্ত) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, ২০১৪ সালের মার্চে সাথী আক্তারের(২১)সঙ্গে পাটগ্রাম উপজেলার স্টেশনপাড়ার এলাকার গোলাম কবীর খোকন ঢালীর ছেলে মেরাজুল ইসলাম রিপন ঢালীর বিয়ে হয়। বিয়ের ৮দিন পর স্ত্রীকে নিজ বাড়িতে রেখে আবারও মালয়েশিয়া চলে যান রিপন।
শনিবার বিকেলে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সাথীকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাথীকে হত্যা করে মাছের ঘেরে লুকিয়ে রাখার চেষ্টা করেছে হত্যাকারীরা। তবে, মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫