ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৪ গাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
লক্ষ্মীপুরে ৪ গাড়িতে আগুন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যান, সিএনজি চালিত দু’টি আটোরিকশা ও একটি টেম্পুতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  
 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে এসব ঘটনা ঘটে।


 
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশপুর পোলের গোড়া এলাকায় কাভার্ডভ্যান থেকে সিমেন্ট নামানো হচ্ছিলো। এ সময় এর সামনের গ্লাস ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। অন্যরা আগুন নিভিয়ে ফেলার আগে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে যায়।  
 
এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহেশপুর পোলের গোড়া এলাকায় একটি এবং সোয়া ৭টার দিকে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী এলাকায় অপর একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অটোরিকশা দু’টি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।  
    
এছাড়া, সন্ধ্যা সোয়া ৭টার দিকে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উত্তর দিকে লক্ষ্মীপুর-দত্তপাড়া সড়কে একটি টেম্পুতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে টেম্পুটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
 
চন্দ্রগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রতন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  
  
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫       
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।