গাজীপুর: টঙ্গী আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচের রেলক্রসিং থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গী স্টেশনের দক্ষিণ পাশে থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
ঢাকা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ মজিদ বাংলানিউজকে জানান, শিল্পী আক্তার (২৭) ও এনামুল হক (৩২) নামে দুই জনের লাশ টঙ্গী রেলক্রসিং থেকে উদ্ধার হয়েছে। ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হতে পারে।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘন্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫