বরিশাল: বরিশালে জেএমবি সদস্যসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বরিশাল নগরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেএমবি’র বিভাগীয় সমন্বয়কারী ও সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকার বাসিন্দা মো. জাহিদুল বাবু(২৯) ও বরিশাল সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফুল ইসলাম হাকিম।
বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) চিন্ময় মিত্র বাংলানিউজকে জানান, জেএমবি’র বিভাগীয় সমন্বয়কারী জাহিদুল বাবু ২০০৫ সালের সিরিজ বোমা হামলাসহ অন্তত ১০টি মামলার আসামি।
দুপুরে নগরীর সিএন্ডবি রোড এলাকার চৌমাথা থেকে সম্প্রতি নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
অপরদিকে, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর সাগরদী এলাকা থেকে ২৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফুল ইসলাম হাকিমকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫