ঢাকা: ইংরেজি (খ্রিস্টিয়) ২১ ফেব্রুয়ারিতে ‘মাতৃভাষা দিবস’ উদযাপন না করে বাংলা সন ৮ ফাল্গুনে দিনটি উদযাপনের পক্ষে মতামত ব্যক্ত করেছেন জাতীয় জোট-বিএনএ’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
দিনটি ২০, ২১ বা ২২ ফেব্রুয়ারিও হতে পারে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের মেহেরবা প্লাজায় ‘দেশের সংকটময় পরিস্থিতিতে সংস্কৃতিকর্মীদের করণীয়’ শীর্ষক আলোচনা ও বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি-কেএসপি নাট্যগোষ্ঠী প্রযোজিত ‘চাঁদ বণিকের পালা’ নাটকের মহড়া উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মত দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বলেন, ফাল্গুন মাস আমাদের অমর ভাষার মাস। আমরা এই ভাষার মাস ৮ ফাল্গুনে ‘মাতৃভাষা দিবস’ বাস্তবায়ন করতে চাই।
তিনি বলেন, মাতৃভাষার দাবিতে যে আন্দোলন হয়েছে, সেই জোরালো দিনটি ছিল ৮ ফাল্গুন। সেই সময় কোনো কারণে ২১ ফেব্রুয়ারি হয়ে গেছে। কিন্তু ফেব্রুয়ারি ইংরেজি মাস। যে ইংরেজরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা বাঙালি জাতিকে গ্রাস করেছে, সেই জাতির ভাষা দিয়ে আমাদের মাতৃভাষার দিবস হতে পারে না।
তবে ২১ ফেব্রুয়ারি যেহেতু ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হয়ে আছে, সেই আন্তর্জাতিক দিবসটি সেইভাবেই থাকবে বলে মত দেন ব্যারিস্টার নাজমুল হুদা।
বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে নাজমুল হুদা বলেন, দেশের শক্তিশালী দুই পার্টি (আওয়ামী লীগ-বিএনপি) ঝগড়া করতে চায়, সুস্থতা চায় না। কিন্তু দেশের জনগণ ঝগড়া চায় না। ওই দুই দলের মধ্যে লাখ লাখ নেতাকর্মী আছে। সেই সব নেতাকর্মীর বাইরে যারা আছেন, তাদের নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, দেশে এখন যা কিছু হচ্ছে, তা হওয়ার মতো নয়। তা হওয়া উচিতও নয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে মানুষকে এই অবস্থা থেকে উদ্ধার করতে হবে।
‘চাঁদ বণিকের পালা’ নাটকের মহড়া উদ্বোধন করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনএ’র শরিক দল বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ।
কেএসপি নাট্যগোষ্ঠীর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুকুল পারভেজ।
এ ছাড়া এতে আরো বক্তব্য রাখেন- কেএসপির চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, মহাসচিব ফোরকান আলী হাওলাদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫