সিলেট: হরতাল-অবরোধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ঘোষণা দিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ২ টার দিকে সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষে সদস্য সচিব নাজমুল হক এ সিদ্ধান্তের কথা জানান।
সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত মার্কেট, শপিংমল ও সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে।
নাজমুল হক বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে ভাবার কেউ নেই। আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছি। বড়ো ব্যবসায়ীরা তাদের শত কোটি টাকার ঋণের সুদ মওকুফের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন। আমরাও আমাদের ঋণের সুদ মওকুফের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, চলমান অবরোধ ও হরতালে সিলেটের ব্যবসায়ীরা অতিষ্ট। আধ্যাত্মিক নগরীর মানুষ হিসেবে আমরা দুই নেত্রীর কাছে দেশের মানুষের কথা চিন্তা করে সমঝোতার আবেদন জানাচ্ছি।
সম্প্রতি মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ব্যবসায়ীরা কারো প্রতিপক্ষ নয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক চন্দন সাহা, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, আব্দুর রকিব সিকদার, আলাউদ্দিন আলো, আক্তার আহমদ সোহেল এবং যুগ্ম সচিব আব্দুর রহমান রিপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫