মৌলভীবাজার: ভালোবাসা দিবসে মৌলভীবাজারে ২২টি হতদরিদ্র পরিবারের ১১ জুটি তরুণ-তরুণীকে বিয়ে দেওয়া হয়েছে।
এরা হলেন- মাসুম মিয়া (২২) ও সুমি আক্তার, জুবেদ মিয়া (২৫)ও তাহমিনা আক্তার, দেলোয়ার হোসেন (২৬)ও আকি আক্তার, লায়েজ মিয়া (২২)ও ফাতেমা বেগম, আছলাম মিয়া (২৫)ও রোখশানা আক্তার, নরুল মিয়া(২৩)ও মনোয়য়ারা বেগম, মুছা মিয়া (২৭)ও মৌনসুমী আক্তার, ইমান আলী(২৭)ও রিফা আক্তার, আমির আলী (২৯) ও সুমা খাতুন, মাছুম মিয়া(২৯) ও মাহমুদা আক্তার, জাবেদ মিয়া(২৫)ও ফাতেমা খাতুন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবী সংস্থা আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখার উদ্যোগে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আব্দা গ্রামে এ গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান মাওলানা আব্দুল বারী।
এ সময় মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ, সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক অরবিন্দু সেন গুপ্ত ,বর- কণের আত্মীয়-স্বজন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিয়ের সামাজিক নিয়ম কানুন শেষে জেলা প্রশাসক আয়োজকদের পক্ষে নগদ ১২ হাজার টাকা ও একটি করে রিকশা প্রত্যেক নবদম্পতিকে উপহার দেন।
আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর আবু বক্কর সিদ্দিক বাপ্পী বাংলানিউজকে জানান, অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের এ গণবিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫