ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগরেহাট: বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
র‌্যালি শেষে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহ আলম সরদার।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। ঝড় জলোচ্ছ্বাস থেকে এ বন আমাদের মায়ের মতো আগলে রেখে রক্ষা করে। তাই আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে।
 
২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবিতে সুন্দরবনের জীববৈচিত্র্য ও জলজপ্রাণি হুমকির মুখে পড়ে। সুন্দরবনে যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।
 
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান, অধ্যাপক খোন্দকার আছিফ উদ্দিন রাখী, সাংবাদিক বাবুল সরদার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।