সিলেট: সিলেটের জিন্দাবাজারে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন তিন পথচারী।
আহতরা হলেন-নাহিদ আহমদ (২২), সেলিম আহমদ (২৭) ও জাকারিয়া (২৭)। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জিন্দাবাজার ও জল্লারপাড় সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আতঙ্কিত হয়ে লোকজন চারদিকে ছোটাছুটি শুরু করেন। ককটেলের স্প্রিন্টার বিদ্ধ হয়ে আহত হন নাহিদ, সেলিম ও জাকারিয়া। স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনা কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন কোতোয়ালি বন্দর ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম।
বাংলদেশ সময়: ২১০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫