ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মতপার্থক্য তবে সংলাপেই সমাধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
মতপার্থক্য তবে সংলাপেই সমাধান ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনৈতিক দলগুলোকে সংলাপ করতেই হবে। অন্যথায়, দেশ ক্রমাগত ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে।

যে করেই হোক, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে রাজনৈতিক দলগুলোর একমাত্র সমাধান সংলাপ, যা সম্প্রতি নাগরিক সমাজ আহ্বান করেছে। এই আহ্বানে সাড়া দিয়ে সংলাপে আসলে এর মাধ্যমে দেশে শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) গোলাম কাদের।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আয়োজনে সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

গোলাম কাদের বলেন, আমাদের অবস্থা একদম ভয়ঙ্কর হয়ে গেছে। ‘সংলাপ’ আমাদের করতেই হবে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সংলাপে বসলে দুই দলের মধ্যে মতপার্থক্য থাকবে, এটিই স্বাভাবিক। তবে এ থেকে একটা সমাধান বেরিয়ে আসবে।

‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে নাগরিক সমাজের ব্যানারে যে সংলাপের প্রস্তাব করা হয়েছে, তা পুরোপুরি নাকচ করে দেওয়া কি রাজনৈতিক দলগুলোর উচিত হবে?’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে নাদিম হোসেন খান নামে এক দর্শক-শ্রোতার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

একই প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী বলেন, নাগরিক সমাজ যে সংলাপের আহ্বান করেছে, আমি তাদের সঙ্গে একমত। যেহেতু, নাগরিক সমাজের আহ্বানকে কেউ কেউ সাড়া দিচ্ছেন না, তাই, তাদের সংলাপের জন্য আরো বেশি চাপ দিতে হবে।

সংলাপেই সমাধান রয়েছে বলে মন্তব্য করেন ঢাবি’র এই অধ্যাপক।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান ওমর বলেন, আমাদের দেশের সবার লজ্জা থাকা উচিত, বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ঘাটাঘাটি করছে। তাই, যত দ্রুত সম্ভব, সংলাপে বসে এই সমস্যার সমাধান করতে হবে।

একই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল মতিন খসরু মন্তব্য করে বলেন, আমারা সংলাপের জন্য আরো আগেই আহ্বান করেছিলাম। তখন বিএনপি সাড়া দেয়নি। এখন কেন তারা সংলাপের কথা বলছে?

তিনি বলেন, আন্দোলন করছে বিএনপি আর পেট্রোল বোমা মারবে অন্যরা, এটি হতে পারে না। একটি বাচ্চা শিশুও বলতে পারবে, কারা এগুলো ঘটাচ্ছে। নিশ্চয়ই যারা আন্দোলন করছে, তারা।

তিনি আরো বলেন, পেট্রোল-বোমা বা অন্যান্য নাশকতার দায় বিএনপিকে স্বীকার করতে হবে। পরে সমঝোতার চিন্তাভাবনা। পৃথিবীর কোথাও নেই জঙ্গি বা সন্ত্রাসী বাহিনীর সঙ্গে সংলাপে বসা হয়েছে।

তিনি নাইজেরিয়ার উদাহরণ টেনে বলেন, কুখ্যাত বাহিনী বোকো হারামের সঙ্গে সংলাপে বসা যেমন যৌক্তিক নয়, এটিও তেমনি।

রাজধানীর বিয়াম অডিটরিয়ামে এ সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে বিবিসি বাংলা। অনুষ্ঠানে সমাজের সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।